ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

বিডিআর বিদ্রোহ: শহীদদের প্রতি জাপার শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
বিডিআর বিদ্রোহ: শহীদদের প্রতি জাপার শ্রদ্ধা মোনাজাতে জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ অন্যরা।

ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাপার শীর্ষ নেতাদের নিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের পূণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

জাপা চেয়ারম্যান নিহত সেনা কর্মকর্তাদের কবরের কাছে নিরবে কিছু সময় অতিবাহিত করেন।

পরে দোয়া মোনাজাতে শহীদ সেনা কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শহীদদের সন্তান ও আত্মীয় স্বজনের জন্যও দোয়া করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক ও সদস্য জহিরুল ইসলাম জহির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।