ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে পিছপা হবে না জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে পিছপা হবে না জাপা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টি কখনও পিছপা হবে না। তাই তৃণমূল পর্যায়ে জাপাকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির ১১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণমানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি সবসময় ইতিবাচক রাজনীতি করবে। পেশা ভিত্তিক সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার মাধ্যমেই নিজেদের ভাগ্যোন্নয়নের পথ উন্মুক্ত করতেও পরামর্শ দেন তিনি।

এসময় মো. আজহারুল ইসলাম সরকারকে সভাপতি এবং মীর শামসুল আলম লিপটনকে সাধারণ সম্পাদক করে ১১৫ সদস্য বিশিষ্ট জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জিএম কাদের।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাতীয় ছাত্র সমাজ সহ-সভাপতি অর্নব চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।