ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয় পার্টি

করোনা পরিস্থিতি বিবেচনায় এরশাদের জন্মদিনের অনুষ্ঠান স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা পরিস্থিতি বিবেচনায় এরশাদের জন্মদিনের অনুষ্ঠান স্থগিত হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: দেশের করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০ মার্চ অনুষ্ঠেয় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের সন্ধ্যায় পার্টি মহাসচিব ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এই নির্দেশনায় সারাদেশের সব ইউনিট কমিটির আয়োজনও স্থগিত করতে অনুরোধ করা হয়েছে।

 

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনের আয়োজন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।