ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদ একজন সফল রাজনীতিবিদ: জিএম কাদের

317 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এরশাদ একজন সফল রাজনীতিবিদ: জিএম কাদের

কেরানীগঞ্জ (ঢাকা): জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাজনীতিবিদ।

এরশাদ কল্যাণমুখী রাজনীতি করেছেন। তিনি যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।

 অথচ তাকে স্বৈরাচার বলে। তাকে যারা স্বৈরাচার শাসক বলছেন, তারাই পরবর্তীকালে ক্ষমতায় এসে গণতন্ত্রের নামে দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছেন, যোগ করেন জিএম কাদের।  
 
শনিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের চুনকটিয়া এলাকায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রমজান আলী ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, ঢাকা জেলা যুব সংহতির সভাপতি ইউসুফ আলী লস্কর, সহ-সভাপতি মো. ইয়াহিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।