বন্ধুরা, তোমরা কি জানো বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম কি? কিংবা সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম? তোমাদের সবার জন্য জানিয়ে দিচ্ছি, বাংলাদেশে বৃহত্তম, সর্বোচ্চ ও দীর্ঘতম সবকিছুর তথ্য...
১. বাংলাদেশের বৃহত্তম বাঁধ? ২. বাংলাদেশের বৃহত্তম বিল? ৩. বাংলাদেশের বৃহত্তম চিনির কল? ৪. বাংলাদেশের বৃহত্তম পাটকল? ৫. বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন? ৬. বাংলাদেশের বৃহত্তম রেল জংশন? ৭. বাংলাদেশের বৃহত্তম মসজিদ? ৮. বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর? ৯. বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি? ১০. বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার? ১১. বাংলাদেশের বৃহত্তম উদ্যান? ১২. বাংলাদেশের বৃহত্তম পার্ক? ১৩. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা? ১৪. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা? ১৫. বাংলাদেশের ক্ষুদ্রতম থানা? ১৬. বাংলাদেশের বৃহত্তম জেলা? ১৭. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা? ১৮. বাংলাদেশের বৃহত্তম বিভাগ? ১৯. বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ? ২০. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ? ২১. বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়? ২২. বাংলাদেশের বৃহত্তম কাগজের কল? ২৩. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা? ২৪. বাংলাদেশের বৃহত্তম জাদুঘর? ২৫. বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা? ২৬. বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল? ২৭. বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল? ২৮. বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম? ২৯. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক? ৩০. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল? ৩১. বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ? ৩২. বাংলাদেশের বৃহত্তম শহর? ৩৩. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর? ৩৪. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র? ৩৫. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র? ৩৬. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র? ৩৭. বাংলাদেশের বৃহত্তম হোটেল? ৩৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? ৩৯. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়? ৪০. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ? ৪১. বাংলাদেশের দীর্ঘতম নদী? ৪২. বাংলাদেশের প্রশস্ততম নদী? ৪৩. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু? ৪৪. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু? ৪৫. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত? ৪৬. বাংলাদেশের দীর্ঘতম মানুষ? ৪৭. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত? ৪৮. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত? ৪৯. বাংলাদেশের উষ্ণতম স্থান? ৫০. বাংলাদেশের শীতলতম স্থান? |
১. উঃ কাপ্তাই বাঁধ। ২. উঃ চলন বিল। ৩. উঃ কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া। ৪. উঃ আদমজী জুট মিল (নারায়নগঞ্জ)। ৫. উঃ কমলাপুর (ঢাকা)। ৬. উঃ ঈশ্বরদী রেলওয়ে জংশন। ৭. উঃ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (ঢাকা)। ৮. উঃ শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)। ৯. উঃ সুন্দরবন। ১০. উঃ সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)। ১১. উঃ সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)। ১২. উঃ রমনা পার্ক। ১৩. উঃ বাঘাইছড়ি (১৯৮১ ব. কিমি)। ১৪. উঃ বেগমগঞ্জ, নোয়াখালী। ১৫. উঃ সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ ব. কিমি)। ১৬. উঃ রাঙ্গামাটি (৬১১৬ ব. কিমি)। ১৭. উঃ মেহেরপুর (৭১৬ ব. কিমি)। ১৮. উঃ রাজশাহী (৩৪,৫১৩ ব. কিমি)। ১৯. উঃ সিলেট (১২,৫৯৬ ব. কিমি)। ২০. উঃ ভোলা (৩৮৬ ব. কিমি)। ২১. উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়। ২২. উঃ কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)। ২৩. উঃ শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)। ২৪. উঃ ঢাকা জাতীয় জাদুঘর। ২৫. উঃ মিরপুর চিড়িয়াখানা, ঢাকা। ২৬. উঃ চক্ষু হাসপাতাল (চট্টগ্রাম)। ২৭. উঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ২৮. উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ২৯. উঃ বাংলাদেশ ব্যাংক। ৩০. উঃ মনিহার (যশোর)। ৩১. উঃ বাংলার দূত ৩২. উঃ ঢাকা ৩৩. উঃ চট্টগ্রাম সমুদ্র বন্দর ৩৪. উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি। ৩৫. উঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া। ৩৬. উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া ৩৭. উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা ৩৮. উঃ কেওক্রাডং (৩১৭২ ফুট ) ৩৯. উঃ গারো পাহাড় (ময়মনসিংহ) ৪০. উঃ বৈলাম (প্রায় ৬১ মিটার) ৪১. উঃ সুরমা ৪২. উঃ যমুনা ৪৩. উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি.) ৪৪. উঃ বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কিমি) ৪৫. উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম) ৪৬. উঃ পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি) ৪৭. উঃ লালখান, সিলেট (৩৮৭৭ মিমি) ৪৮. উঃ লালপুর, নাটোর ৪৯. উঃ রাজশাহীর লালপুর (৪৫.১ ডিগ্রি) ৫০. উঃ সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি) |
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর