ঢাকা : বাংলাদেশে ফাবার ক্যাস্টেল পণ্যের একমাত্র পরিবেশক ফাস্ট গ্রুপের উদ্যোগে গত ০১ মার্চ ২০১২ থেকে দেশজুড়ে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের ভবিষ্যত প্রতিভাবান চিত্রশিল্পীদের পরিচিত করিয়ে দেওয়া এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
তারা আরও জানান, ফাবার ক্যাস্টেল বিশ্বাস করে যে এর মাধ্যমেই উঠে আসতে পারে ভবিষ্যতের জয়নুল, দা ভিঞ্চি অথবা পাবলো পিকাসো।
পুরো প্রতিযোগিতাটি তিনটি পর্বে সম্পন্ন হতে যাচ্ছে। প্রথম পর্বে এখন পর্যন্ত ৩৫০০টি স্কুলের মধ্যে ১২০০টি স্কুলে প্রাথমিক প্রতিযোগিতা শেষ হয়েছে। এবছরের মে মাস পর্যন্ত প্রথম পর্ব চলবে এবং জুন মাসের মধ্যে পুরো প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। প্রথম পর্বে বিজয়ীদের নাম নিজ নিজ স্কুলে জানিয়ে দেওয়া হবে মে মাসের মধ্যবর্তী সময়ে। দেশের বিশেষজ্ঞ চিত্রশিল্পী শিক্ষকরা দ্বিতীয় পর্বের জন্য ছবি বেছে নিবেন। ১৫ মের পর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে নির্দিষ্ট ১৮টি স্থানে। তৃতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার একটি স্বনামধন্য স্থানে।
এ ব্যাপারে ফাস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হাফিজ আহমেদ বলেন, ‘এই প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থীই তাদের সৃজনশীল প্রতিভা প্রদর্শন করছে। আমরা বিশ্বাস করি, ভালো মানের পণ্যের সহায়তায় তারা তাদের যথার্থ প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হবে। অভিভাবকরাও এক্ষেত্রে তাদের হাতে সবচেয়ে ভলো মানের অঙ্কন সামগ্রী তুলে দিয়ে সাহায্য করতে পারেন। এর ফলে শিশুরা তাদের মেধা বিকাশে এবং প্রতিভা লালনে অগ্রগামী হবে। ’
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর