রবীন্দ্রনাথ ঠাকুর (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বাংলা সাহিত্যের দিকপাল কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিকার, সুরকার, নাট্যকার ও দার্শনিক।
২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকী।
১৬ বছর বয়সে ১৮৭৭ সালে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তবে মজার বিষয় হচ্ছে তার প্রথম কবিতাটি কিন্তু নিজের নামে প্রকাশিত হয়নি। ‘ভানুসিংহ’ ছদ্মনামে প্রকাশিত হয়।
একই বছরে তিনি প্রথম ছোটগল্প ও নাটক রচনা করেন। তোমাদের জন্য রয়েছে তার মজার মজার সব লেখা। তোমাদের প্রিয় গান আমরা সবাই রাজা, আজ ধানের ক্ষেতে, মেঘের কোলে রোদ হেসেছে, হারে রে রে রে রে... গানগুলোও কিন্তু রবীন্দ্রনাথেরই সৃষ্টি।
তোমাদের জন্য বেশকিছু মজার ছড়া-কবিতাও রচনা করেছেন রবীন্দ্রনাথ। এর মধ্যে ঠাকুরদাদার ছুটি, মোতিবিলি, ভয়, ঘাসে আছে ভিটামিন অন্যতম।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৮, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি