ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মাকে নিয়ে

আবিদ আজম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ১২, ২০১২
মাকে নিয়ে

মা কথাতেই আঁধার ভুবন
যায় তো আলো করা
মাকে নিয়েই লিখতে গেলে
একটি ভালো ছড়া,
অন্তমিল আর মাত্রা মিলে
না হয় যদি কড়া।

চোখ রাঙিয়ে কানটা মলে
আব্বু যাবেন রেগে,
কি শিখেছিস, কি লিখেছিস
নিয়ে রে তোর মাকে,
যেই মা তোকে সুখে-দুখে
ছায়া দিয়ে রাখে
নতুন করে আবারো লেখ
মায়ের ছড়াটাকে।



দায় এড়াতে ছড়া লিখে
যাই কোথায়ও ভেগে
চোখ রাঙিয়ে কানটা মলে
আব্বু যাবেন রেগে।

বেঁচে থাকার আশা কেবল
আমার প্রিয় মা’ই
নই তো কবি,
আমি মায়ের
আদর পাগল ছা’ই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।