ঢাকা: মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশিত প্রতিবেদন ও অনুষ্ঠান আহ্বান করেছে ইউনিসেফ। আগামী ১৪ জুন পর্যন্ত প্রতিবেদন বা প্রকাশনাগুলো জমা নেয়া হবে।
প্রতিবারের মত এবারও ছয়টি ক্যাটাগরিতে শিশুদের নিয়ে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনবা বিনোদনমূলক, সংবাদভিত্তিক অনুষ্ঠান বা প্রকাশনা গ্রহণ করা হবে। এর মধ্যে প্রিন্ট মাধ্যমের জন্য প্রতিবেদন ও সৃজনশীল লেখা, ইলেকট্রনিক মাধ্যম ও রেডিওর জন্য প্রতিবেদন ও সৃজনশীল অনুষ্ঠান আহ্বান করা হয়েছে।
প্রতিবেদন/প্রকাশনা বা অনুষ্ঠানগুলো ২০১১ সালের ১ জুন থেকে চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে প্রচারিত বা প্রকাশিত হতে হবে।
প্রসঙ্গত, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র এবং যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকা দেওয়া হবে। ইউনিসেফ ২০০৫ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার বিষয়ে আরো তথ্য ইউনিসেফ বাংলাদেশের ওয়েবসাইটে (http://www.unicef.org/bangladesh/media_7670.htm) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি