ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দোকান

অনন্যা রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১২
দোকান

দু’দিন ধরে বিক্রি করছি
চকচকে খুব চাঁদের আলো
টুকটুকে লাল পাখির গান।

বিক্রি করছি চাঁপার গন্ধ
স্বপ্নে দেখা নাচের ছন্দ
গোলাপ ফুলের মুখের রূপ।



বিক্রি করছি আকাশের রং
সবুজ গাছের পাতা,
বিক্রি করছি বাঁশ বাগানের
মাথার উপর চাঁদটা।

বিক্রি করছি রক্ত জবার
লাল সেই রঙটা,
বিক্রি করছি সাদা বকের উড়ে যাওয়া দৃশ্যটা।

যে দৃশ্য চোখে এলে
মনে হয় স্বপ্ন,
সে দৃশ্য দেখলে চোখে
ঘুচে যাবে দুঃখ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।