দু’দিন ধরে বিক্রি করছি
চকচকে খুব চাঁদের আলো
টুকটুকে লাল পাখির গান।
বিক্রি করছি চাঁপার গন্ধ
স্বপ্নে দেখা নাচের ছন্দ
গোলাপ ফুলের মুখের রূপ।
বিক্রি করছি আকাশের রং
সবুজ গাছের পাতা,
বিক্রি করছি বাঁশ বাগানের
মাথার উপর চাঁদটা।
বিক্রি করছি রক্ত জবার
লাল সেই রঙটা,
বিক্রি করছি সাদা বকের উড়ে যাওয়া দৃশ্যটা।
যে দৃশ্য চোখে এলে
মনে হয় স্বপ্ন,
সে দৃশ্য দেখলে চোখে
ঘুচে যাবে দুঃখ।