ঢাকা: পাঠকদের জন্য মজার মজার গেমস নিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম চালু করেছে দেশের প্রথম পুর্নাঙ্গ গেমস পোর্টাল। বৃহস্পতিবার থেকে চালু হওয়া গেমস পোর্টালে এরই মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
১০টি ক্যাটাগরিতে শতাধিক গেমস যুক্ত করা হয়েছে এই গেমস পোর্টাল। ক্যাটাগরিগুলো হচ্ছে : Ball, Brick, Drawing, Fighting, Fun, Mind, Racing, Shooting, Snake, Space, Sports
শিগগিরই আরো কয়েকটি ক্যাটাগরির মাধ্যমে নতুন নতুন গেমস সংযোজন করা হবে। মূলত বিভিন্ন ফ্রি ফ্লাস গেমস এ পোর্টালে সংযোজন করা হয়েছে।
নিউজ পোর্টালের সঙ্গে গেমস পোর্টাল তৈরির নতুন ভাবনা প্রসঙ্গে বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন বলেন, “বিশ্বের অনেক নামকরা নিউজ পোর্টালের সঙ্গে এধরণের গেমস পোর্টাল রয়েছে। বাংলাদেশের আমরাই প্রথম এধরণের উদ্যোগ নিয়েছি। আর বিদেশি পোর্টালে নয়, এখন থেকে দেশি পোর্টালেই গেমসের মজা পাবেন পাঠকরা। ”
গেমস পোর্টালটির সমন্বয়কারী আরিফুল ইসলাম আরমান জানান, “অনলাইন নিউজ পোর্টাল বলেই যে সেখানে শুধু নিউজ থাকবে সে ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। শিশুসহ সব বয়সী মানুষের বিনোদনের কথা বিবেচনা করে এই গেমস পোর্টালটি তৈরি করা হয়েছে। পাঠকের চাহিদার ভিত্তিতে শিগগিরই আরও নতুন নতুন গেমস পোর্টালে যুক্ত করা হবে। ”
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
এএ/এমএমকে