এক ছিল পালোয়ান খাদকের রাজা,
রাতদিন বসে খেত নারকেল ভাজা।
ঘুম থেকে জেগে ভোরে চিবুতো সে মুড়ি,
নাস্তায় রুটি খেত গোটা দুই কুড়ি।
চার হাড়ি ভাত খেতো দুপুরে সে রোজ,
রাতে ছিল প্রতিদিন রাজকীয় ভোজ।
কখনোবা সেই ভোজে গরু এক আস্ত,
খেয়ে নিয়ে একা একা খিল খিল হাসতো।
বিকেলের নাস্তায় শ’খানেক লুচি চাই,
খেতে খেতে বলে তবু ‘খাবারের রুচি নাই’।
এই কথা শুনে সবে চিন্তায় ঘুমহীন,
রুচি হলে পালোয়ান কী কী খাবে রাতদিন??