ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইচ্ছেঘুড়ি’র নতুন সম্পাদক আসিফ আজিজ

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
ইচ্ছেঘুড়ি’র নতুন সম্পাদক আসিফ আজিজ

শিশুদের জন্য বাংলানিউজের বিশেষ আয়োজন ‘ইচ্ছেঘুড়ি’ পেলো নতুন বিভাগীয় সম্পাদক। মোটা ফ্রেম চশমায় বুদ্ধিদীপ্ত চেহারার এই সম্পাদকের নাম আসিফ আজিজ।

পড়েছেন বাংলা সাহিত্যে। শিশুদের জন্য লেখালেখিতে হাত পাকিয়েছেন আরও আগে দেশের প্রথম সারির একাধিক পত্রিকার প্রদায়ক হিসেবে। এই লেখালেখিই তাকে সাংবাদিকতায় টেনে আনে। বর্তমানে বাংলানিউজের নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিশুদের জন্য লেখালেখিতে আগ্রহ ও কাজের প্রতি একাগ্রতার কথা বিবেচনা করেই বৃহস্পতিবার সকালে আসিফ আজিজকে নতুন এই ‍দায়িত্ব দেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।  

আসিফ আজিজ এখন লেখক থেকে সম্পাদক। শিশুদের জন্য লেখালেখি যাদের প্রিয় তারা আসিফের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দিতে পারবেন মজার মজার লেখা। যাতে সম্মৃদ্ধ হবে বাংলানিউজের ‘ইচ্ছেঘুড়ি’ পাতা। লেখা পাঠান এই ঠিকানায়: ichchheghuri@banglanews24.com

বাংলাদেশ সময় ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।