ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় শিশু মালিহার ‘তিমি ও মিতি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
বইমেলায় শিশু মালিহার ‘তিমি ও মিতি’

ঢাকা: মিরপুরের তৃতীয় শ্রেণী পড়ুয়া মালিহা মমতাজের বই ‘তিতি ও মিতি’ বেরিয়েছে অমর একুশে গ্রন্থমেলায়।

সম্প্রতি বাংলা একাডেমীর নজরুল মঞ্চে শিশুসাহিত্যিক আলী ইমাম বইটির মোড়ক উন্মোচন করেন।

এসময় মালিহার মা নাসরিন রাজ্জাক মিতা ও বাবা মনসুর খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বইটি প্রকাশ করেছে শিশুকিশোরদের প্রকাশনা ‘পাঠশালা’। ৩২ পৃষ্ঠার রঙিন এ বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার ১২ নম্বর স্টলে।

বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিয়ে এরই মধ্যে বিভিন্ন পুরস্কার জিতেছে সে। শিশুদের পত্রিকা টইটম্বুরের লিখছে নিয়মিত।

বইটির অলঙ্করণ পরিকল্পনায় এসএম মুকুল এবং প্রচ্ছদ এঁকেছেন মুকুল মোহাম্মদ। প্রকাশনা ব্যবস্থাপনায় প্রেস লাইন মিডিয়া।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।