ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় শিশুতোষ ছড়ার বই ‘ঝুনঝুনি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৩

ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে শাহজাহান মোহাম্মদের শিশুতোষ ছড়ার বই ঝুনঝুনি। ২০টি ছড়া নিয়ে বইটি।

ছড়াগুলি শিশুদের অনাবিল আনন্দের খোরাক যোগাবে।

শাহজাহান মোহাম্মদ শিশুদের নিয়ে লিখছেন দীর্ঘদিন। বেড়ে উঠেছেন দিনজপুরের গ্রামে। গ্রামকে কাছ থেকে দেখার অনুভূতিগুলো তিনি ছড়িয়ে দিতে চান এ প্রজন্মের সব শিশুর কাছে। তারই তাগিদে ছড়ার বই ‘ঝুনঝুনি’।

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মো. জাহিদুর রহমান খান। প্রকাশক ও পরিবেশক লোকালপ্রেস, ক্রিটিক। বইটির মূল্য: ১০০.০০ টাকা।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।