ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাইল্ড পার্লামেন্টের ১১তম অধিবেশন ২৩ মার্চ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৩
চাইল্ড পার্লামেন্টের ১১তম অধিবেশন ২৩ মার্চ

ঢাকা: বাংলাদেশের শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করা ‘চাইল্ড পার্লামেন্ট’ অন্যতম একটি প্রতিষ্ঠান। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি শিশুদের নিয়ে নানা বিষয় নিয়ে কাজ করছে।

এরই মধ্যে সম্পন্ন করেছে সফল দশটি পার্লামেন্ট অধিবেশন।

এরই ধারাবাহিকতায় চাইল্ড পার্লামেন্টের ১১তম অধিবেশন আগামী ২৩ মার্চ ২০১৩, শনিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অধিবেশনে ৬৪ জেলা থেকে একজন করে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধি ও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০ জন শিশু প্রতিনিধিসহ মোট ৮৪ জন শিশু অংশ নেবেন।

দেশের সার্বিক পরিস্থিতিতে ‘জাতিসংঘ শিশু অধিকার সনদের ভিত্তিতে শিশুদের বিকল্প প্রতিবেদন’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি কর্মপত্র অধিবেশনে উত্থাপিত ও আলোচিত হবে।

সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিতব্য অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চাইল্ড পার্লামেন্টের ১১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার এস এম শাহরিয়ার সিফাত।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৩
প্রে.বি/সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।