ছোট্ট বন্ধুরা ভাল আছো তো সবাই? জানি তোমরা সবাই ভাল আছো। কি করে জানি? কারণ আমি যে যাদুর রাণী।
তোমরা কি জানো, শুধুমাত্র পাঁচটি রঙ আছে যা দিয়ে তুমি যেমন রঙ চাও তেমন রঙ বানাতে পারবে। লাল, নীল, হলুদ, সাদা আর কালো হচ্ছে সেই পাঁচটি রঙ।
|
|
|
|
|
এবার চলো দেখি একটি রঙের সাথে আরেকটি রঙ মিশালে কি হয়?
লাল ও নীলে বেগুনী হয় এটা তো তোমরা জানো। কিন্তু‘ বেগুনীর সঙ্গে হলুদ মিশালে গাড়ো বাদামী রঙ হয় তা কি তোমরা জানো?
নীল ও হলুদ রঙ এক সঙ্গে মিশালে সবুজ রঙ হয়। লালের সাথে অল্প পরিমাণ কালো রঙ মিলে হবে খয়েরি। গোলাপী চাও? তাহলে লালের সাথে একটু সাদা রঙ মিশাও। এছাড়া সাদা ও কালো রঙ দিয়ে তৈরি হয় ধূসর রঙ। আকাশি রঙটি হবে সাদা রঙের সাথে সামান্য একটু নীল মিশালে। আগুনের রঙ চাইলে লালের সাথে হালকা হলুদ রঙ মিশাও। যে কোন রঙের সাথে সাদা মিশালে রঙটি হালকা হয়ে যাবে।
একই ভাবে একটি রঙের সাথে আরেকটি রঙ মিশিয়ে হরেক রকমের রঙ তৈরি করে চলো সবাই একসাথে রঙের দুনিয়ায় মাতি।