ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শোয়েব সর্বনাম-এর ছড়া

পোকা ও জাদুর বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ১১, ২০১৩
পোকা ও জাদুর বই

পোকা
একটি পোকা, দুইটি পোকা, তিনটি পোকার দল
হঠাৎ কোথায় কুড়িয়ে পেলো আজব একটি ফল

ফলের গায়ে একটু সবুজ, একটু আছে লাল
ফলটি খেতে একটু মিঠে, একটু আবার ঝাল!
 
তিনটি পোকা, চারটি পোকা, পাঁচটি পোকা মিলে
দেখতে এলো আজব সে ফল কোথায় খুজে পেলে?

 

 

 

 

 

ফলের ভেতর একটি বিচি, আধটি আবার নেই
ফলটি ঘিরে পোকাগুলো উড়ছে সেখানেই।

পাঁচটি পোকা, ছয়টি পোকা, সাতটি পোকা এসে
ফলটি নিয়ে সবাই মিলে গল্প করতে বসে-

এমন সময় বৃষ্টি হলে, বর্ষাতে একদিনshoyaib
আজব সে ফল কেমন করে পাড়লো একটি ডিম!

সাতটি পোকা, আটটি পোকা, নয়টি পোকা বলে
ফলের ডিমেই ফল ধরবে কয়েকটা দিন গেলে।



কয়েকটা দিন, কয়েকটা রাত এমনি করেই কাটে
সবাই বসে অপেক্ষাতে, ডিমটি কবে ফোটে।

একটি পোকা একটু বোকা একলা ছিলো বেশ
একা একাই ঘুরতে থাকে সারা বাংলাদেশ

সেই পোকাটি আসলে ফিরে সবাই মিলে দশে
আজব ফলের আজব সে ডিম ফুটলো অবশেষে।


একটি জাদুর বই

সেদিন রাতে বিছানাতে
থামলো যখন ঝড়
আকাশ থেকে নেমে এলো
কোন সে জাদুকর
 
জাদুকরের হাতে ছিলো
তিনটি উপহার
তোমরা কি কেউ বলতে পারো
কোনটি ছিলো কার?

 

 

 

 

 

 

ছোট্ট খোকা ছোট্ট খুকি
চোখটি বুঁজে নাও
মনে মনে ভাবতে থাকো
তোমরা কে কী চাও?

খোকা খুকি দু চোখ বুঁজে
ভাবতে থাকে বেশ
হঠাৎ তারা হারিয়ে গেলো
ঘুমিয়ে যাওয়ার দেশ।

সবার আগে উঠবে জেগে
ঘুম ভেঙেছে যার
চোখটি খুলেই দেখতে পাবে
জাদুর উপহার।

জাদুকরের জাদুর লাঠি
হিটিং মিটিং ছং
ছোট্ট খুকি পেল নাকি
অনেক অনেক রঙ!

ঘুমিয়ে খোকা দেখেছিলো
পাখির ওড়াওড়ি
ঘুম ভেঙে সে খুঁজে পেলো
একটি জাদুর ঘুড়ি।

তোমরা যারা খোকা খুকির
বন্ধু হতে চাও
জাদুর লাঠি দেখতে পেলেই
চোখটি বুঁজে নাও।

ঘুমের দেশে বেড়িয়ে এসে
চোখ খুলেছো যেই
খুঁজে দেখ পাবেই পাবে
একটি জাদুর বই!

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৩
‌ঈদ আয়োজনের জন্য লেখা পাঠাও এই মেইলে ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।