জলে থই থই বৃষ্টি ঝরে
পুকুর নদী খাল বিল ভরে।
বৃষ্টি ঝরে দিন রাত ধরে ঝরঝর
থামে বৃষ্টি ক্ষণে ঝরে পরপর।
কদম গাছ সাজে রাঙা ফুলে
ডাকে ব্যাঙ সন্ধ্যা রাতে জলে।
কাকের ছানা ডাকে কা কা ডালে
ধরা পড়ে পুঁটি কাতলা জালে।
রাত দিন ধরে ঝরে বৃষ্টি
সবুজ রূপে কাড়ে দৃষ্টি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ২১, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com