গাঁয়ের মেয়ে
তারা দুই বান্ধবী। রোজ যায় কলসি কাঁখে জল আনতে।
পরিবার
একটা টেডি বিয়ার পরিবার। তারা পিকনিকে এসেছে। এসে তো দারুণ মজা হচ্ছে। হঠাৎ চোখ গেল একটা ছোট্ট সুন্দর হ্রদের দিকে। এখন তাই মা, বাবা আর টেডি মিলে হ্রদের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত।
বাঁধন
শরৎকাল। কাশফুলের সময়। আকাশে পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে দু-এক খণ্ড মেঘ। যেন লুকোচুরি খেলছে। স্নিগ্ধ হাওয়া কাশবনে দোলা দিয়ে যাচ্ছে, নেচে উঠছে কাশফুল। সঙ্গে দুলে উঠছে মানুষের মনও। প্রকৃতি আর মানুষের এই বন্ধুত্বই বাংলার চিরায়ত রূপ, প্রতিদিনের গল্প।
বন্ধুত্ব
মেঘলা দিন। বৃষ্টির পর আকাশে আবির্ভাব হলো একটা মিষ্টি দেখতে রংধনুর। ময়ূরটাও তার রংধনুর মতো বর্ণিল পুচ্ছ মেলে দিয়ে নৃত্য শেষে চলে এলো রংধনুটার সাথে ভাব জমাতে। যেন কতো দিনের পুরনো বন্ধু...
লেখা ও আঁকা: মীম নোশিন নাওয়াল খান, সপ্তম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি
মেইল: ichchheghuri@banglanews24.com