আষাঢ়েও সূর্যের
এমনই ক্ষরণ
বোঝা যায় দেখে
গরমের ধরন।
ঘেমে ভিজে একসার
গেঞ্জি জামা বুট
সারাগায়ে ঘামাছি
করে কুট কুট।
আকাশে মেঘ নেই
বৃষ্টির দেখা নেই
মেঘের ওড়াউড়ি বন্ধ
জমিতে পানি নেই
পুকুরে মাছ নেই
সবখানে পতনের ছন্দ।
সূর্র্যের দিকে তাই
সকলের দৃষ্টি
আকাশ মেঘে ঢেকে
হবে ঝম বৃষ্টি।
গরম কমে যাবে
ঝরবে না ঘাম
আয়েশ করে খাব
কাঁঠাল আম জাম।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com