ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নাটোরে শিশু আনন্দ মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৩

নাটোর: ‘শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য প্রতিযোগিতা ২০১৩’ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী নাটোরে দু’দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
 
শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিশু একাডেমী চত্বরে শিশু মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ।



উদ্বোধনের পর স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল উন্মুক্ত। এছাড়া চতুর্থ থেকে সপ্তম শ্রেণির জন্য বিষয় ছিল বাংলাদেশের প্রকৃতি। ৮ম থেকে ১০ম শ্রেণির জন্য ছবি আঁকার বিষয় ছিল শিশু মেলার দৃশ্য।

চিত্রাঙ্কন শেষে দেশের গান, নাচ ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ২৮, ২০১৩
সম্পাদনা: শফিকুল ইসলাম, মীর সানজিদা আলম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।