নীলফামারী: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত শিশু সম্মেলনে যোগ দিচ্ছে জলঢাকার মেয়ে জেসমিন আক্তার (১৭)।
প্ল্যান ইন্টারন্যাশনালের এশিয়া সিভিল সোসাইটির আঞ্চলিক কর্মসূচির অধীনে আয়োজিত এ সম্মেলনে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, পূর্বতিমুর ও ভিয়েতনামের শিশুদলের প্রতিনিধিরা অংশ নেবেন।
এ মাসের ১৩-১৫ আগস্ট ব্যাংককের ডেভিস হোটেলে আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারীরা শিশু অধিকারের আলোকে বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরবেন।
বর্তমানে চিরাভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে অধ্যায়নরত জেসমিন জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের জিয়াউর রহমানের বড় মেয়ে।
গোলনা ইউনিয়ন শিশু ফোরামের সহ-সভাপতি জেসমিন ২০০৯ সাল থেকে নিজ এলাকায় শিশু বিয়ে প্রতিরোধ, ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করা, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে।
সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে জেসমিন বলেন, ব্যাংককের অভিজ্ঞতার আলোকে শিশু সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। ’
উলে¬খ্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্ম এলাকা গাজীপুরের একজন শিশু সদস্যও এ সম্মেলনে অংশ নেবে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর