ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফারুক নওয়াজের তিনটি ছড়া

ইচিকদানা বিচিকদানা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৩
ফারুক নওয়াজের তিনটি ছড়া

ডায়বেটিসে ভুগছে নানু সুগার খেতে মানা
ঈদের দিনে শুনতে মানা এসব মানাটানা
খাবেই খাবে চিনির বদল সেকারিনের খানা-
ইচিকদানা বিচিকদানা দানার ওপর দানা ।

রক্তচাপে ভুগছে নানু মাংস খেতে মানা
জেনেও নানু রান্নাঘরে চুপচুপি দেয় হানা
ডেকচি খুলে সাবড়ে দিল আন্ডা বাইশখানা-
ইচিকদানা বিচিকদানা দানার ওপর দানা ।



বয়স হলো তাই নানুকে দিলাম সাদা জামা
গোস্সা করে দেয় যে নানু শিশুর মতো হামা।
রঙিন জামা পরবে নানু- কী কথা রে মা... মা...
ধাম ধামা ধাম, ধাম ধামা ধাম, ধাম ধামা ধাম ধামা!

ঠকঠকিয়ে হাটবে নানু ,চাই যে পথে থামা
তাই নানুকে ঈদের দিনে নেয় না কোথাও মামা
কিন‍া নানু গোঁ ধরেছে দেখতে যাবে ড্রামা-
ধাম ধামা ধাম, ধাম ধামা ধাম, ধাম ধামা ধাম ধামা!


চালু

ইমান আলীর খালু
লোকটা বেজায় চালু
ভাত না খেয়ে খান যে শুধু
গরম গরম আলু।

মাংস-মাছের মূল্য চড়া
চালের ভিতর কাঁকর ভরা
চা ও চিনির দাম শুনে তার
জ্বলে মাথার তালু;
তাই তো তিনি চিনির বদল
দিব্যি চিবান বালু-
লোকটা বেজায় চালু।

নতুন কবি

সবাই কবিতা লেখে
আমি কেন বাদ:
নামকরা কবি হব
আমি আমজাদ।

‘কাগজ’ এর সাথে আমি
‘মগজ’ মিলাই
দুইহাতে অফুরান
ছড়া লিখে যাই।

মিল যদি না-ই দিই
হবে কি তাতে!
গদ্য কবিতা লিখে
চেঁচাব রাতে।

কাগজে ছাপবে নাম
কী যে আহ্লাদ
নতুন কবি যে আমি
আলি আমজাদ।

এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।