ঢাকা: যান্ত্রিক ব্যস্ততার ভিড়ে মানুষের সবচেয়ে বেশি অভাব সময়ের। সাহিত্য চর্চাও এবং এ সংক্রান্ত যোগাযোগও হয়ে গেছে ভার্চুয়াল।
তবে এর মধ্যেও চেষ্ট করে যাচ্ছেন কেউ কেউ। এদের মধ্যে অন্যতম আনন ফাউন্ডেশন। শিশুদের জন্য হাতেগোনা যে ক’টি প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বলা যায় আনন ফাউন্ডেশনকে।
নিয়মিত আসরের অংশ হিসেবে শুক্রবার হয়ে গেলো আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসরের ৬ষ্ঠ আসরটি। ১০২০ মিয়াভাই প্লাজা, নতুন বাজার, গুলশান-২ এ বসে এ আসর।
ফাউন্ডেশনের সভাপতি স ম শামসুল আলমের সভাপতিত্বে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক বিশিষ্ট ছড়াকার আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক রহীম শাহ।
লেখা পাঠে অংশ নেন হাসনাত আমজাদ, আহসান মালেক, নাসের মাহমুদ, সোহেল মল্লিক, বিলু কবীর, চন্দনকৃষ্ণ পাল, আহমেদ জসিম, এনায়েত রসুল, আবিদ করিম মুন্না, ইমরুল ইউসুফ, সুজন বড়ুয়া, শারমিন সুলতানা রীনা, দীলতাজ রহমান, সব্যসাচী পাহাড়ী, আসলাম প্রধান, সিরাজুল ফরিদ, মালেক মাহমুদ, নাসিরুদ্দীন তুসী, কামাল হোসাইন, ইদ্রিস আলী আশরাফী, হোসাইন মুহ. দেলোয়ার, আতিক রহমান, বোরহান মাসুদ, মনসুর আজিজ, প্রদীপ ব্যানার্জী, আমিনুল ইসলাম মামুন, মো: মোস্তফা কামাল, কাজী মোহিনী ইসলাম, শামীমা জাফরিন ও শান্ত ইসলাম।
ছোট্ট বন্ধুদের মধ্যে লেখা পাঠ করেন- জান্নাতুল ফেরদৌস, তৃণা আক্তার, চান্দ্রেয়ী পাল মম, সামিয়া রহমান, নিশাত তাসনীম, বকুল, সাল সাবিল, জয়িতা পাল সিঁথি, মিম ও রাহনুমা আলম বুশরা।
আনন ফাউন্ডেশনের শিশু-কিশোরদের মধ্যে গান পরিবেশন করে অদিতা ব্যাপারী, লুবাবা বিন্তে ইউসুফ লগ্ন, পূজা সরকার, মিতালী আক্তার তৃষা, নিঝুম, অংশ, আবদুল্লাহ, তাসমিহা জিম, ঐশী ও এস এ শামীম।
সামগ্রিক শিশুসাহিত্য নিয়ে আলোচনা করেন ছড়াকার সিরাজুল ফরিদ, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, গল্পকার মনি হায়দার, শিশুসাহিত্যিক হুমায়ূন কবির ঢালী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, ড. সরকার আবদুল মান্নান, আশরাফুল আলম পিনটু প্রমুখ। আসরে পঠিত লেখাগুলোর উপর আলোচনা করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক রহীম শাহ।
তিনি শিশু-কিশোরদের লেখার প্রতি অধিক গুরুত্ব দিয়ে শিশুদের লিখতে উৎসাহিত করেন এবং অভিভাবকদের শিশুর প্রতি যত্নশীল হওয়ার জন্য অনুরোধ জানান।
বিশিষ্ট ছড়াকার আলম তালুকদার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শিশুরা জাতির ভবিষ্যত। তাদের গড়ে নিতে আনন ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুরা যাতে পাঠ্য বইয়ের বাইরেও পড়াশুনায় মনোযোগী হয় সেজন্য তিনি হাসি-আনন্দ ও ছন্দ দিয়ে আকর্ষণীয়ভাবে শিশুদের বোঝাতে নানা বিষয়ের অবতারণা করেন।
আসরে পঠিত শিশুদের লেখা থেকে সেরা লেখার জন্য দু’জনকে বই পুরস্কার দেওয়া হয়। তারা হলো জয়িতা পাল সিঁথি ও রাহনুমা আলম বুশরা।
আনন শিশুসাহিত্য আসরে একসঙ্গে এত সংখ্যক বিশিষ্ট শিশুসাহিত্যিক ও শিশু-কিশোরদের উপস্থিতিতে আনন্দে অভিভূত হয়ে সভাপতি স ম শামসুল আলম সবাইকে ধন্যবাদ জানান ও সবার সহযোগিতা কামনা করে সাহিত্য আসরের সমাপ্তি ঘোষণা করেন।
শিশুসাহিত্য আসরটি উপস্থাপনা করেন ছোট্ট বন্ধু চান্দ্রেয়ী পাল মম।
১০২০ মিয়াভাই প্লাজা, নতুন বাজার, গুলশান-২। এই ঠিকানায় যোগাযোগ করে শিশু-কিশোররা নিয়মিত অংশ নিতে পারবে ফাউন্ডেশনের সাহিত্যাসর সহ গান, আবৃত্তি প্রভৃতি অনুষ্ঠানে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
এএ/আরআইএস