দিনের বেলায় গল্প লিখি
রাতের বেলায় ছড়া,
সকাল বেলা ছন্দ দিয়ে
যায় না তো আর পড়া।
কাগজটা তাই ছিড়ে ফেলে
আনমনে ভাবি,
ছড়া গল্প বাদ দিয়ে
হবো এবার কবি।
অনেক কষ্টে অবশেষে
লিখলাম একটা বই,
এতদিন পরে মনে হলো
পান্ডুলিপি কই?
আম্মু নাকি ভুলবশত
দিয়েছেন তা চুলায়,
নিরাশ আমি হই না তবু
চলছে আমার অধ্যবসায়।
।