ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদের বুড়ি | রাহাত হোসেন

ছড়া / ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
চাঁদের বুড়ি | রাহাত হোসেন

মা বলেছে চাঁদের বুকে
আছে যে এক বুড়ি
চড়কা দিয়ে সুতা কাটায়
নেই কোনো তার জুড়ি।

বুড়ির কোনো নেই যে ছেলে
নেই যে নাতি পুতি
বুড়ি কেবল সুতাই কাটে
পড়ে থাকে ধুতি।



আমরা ক’জন দেখতে যাবো
চাঁদের বুড়িটাকে
রকেট কিনে দাওনা আমায়
বলবো আমার মা-কে।

বুড়ির জন্য সঙ্গে নেবো
নানান রঙের জামা
দেখেই বুড়ি ভড়কে যাবে
কী বলো চাঁদ মামা?

চাঁদের বুকে খেলবো আমি
চাঁদের বুড়ির সঙ্গে
থুরথুরে ওই বুড়িটাকে
রাঙিয়ে দেবো রঙ্গে।



বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।