প্লাস্টিকের বোতল আমাদের ঘরে থাকে। সাধারণত সেগুলো ফেলে দিই আমরা।
এটা দিয়ে খুব সহজে তুমি নিজেই তৈরি করতে পারো সুন্দর একটা পেঁচা। তারপর এই মিষ্টি পেঁচাটা কাউকে উপহার দিতে পারো ঈদে। চলো শিখে নিই কীভাবে প্লাস্টিকের বোতল দিয়ে একটা সুন্দর পেঁচা তৈরি করা যায়।
যা লাগবে তোমার
প্লাস্টিকের বোতল, কাঁচি, জিঙ্ক অক্সাইড, আঠা, রং, তুলি।
যেভাবে তৈরি করবে
১। প্রথমেই একটা প্লাস্টিক বোতল ছবির মতো করে কেটে নাও।
২। এবার কেটে নেওয়া পেঁচার মাথা ও শরীরের অংশ দুটো জোড়া লাগাও।
৩। এখন জিঙ্ক অক্সাইড আর আঠা গুলে পুরোটায় তার প্রলেপ দাও।
৪। এবার রং করে নাও। এঁকে ফেলো চোখ-মুখ-নাকও।
তৈরি হয়ে গেল তোমার পেঁচা। এখন তুমি এটা যে কাউকে ঈদের উপহার হিসেবে দিতে পারো।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪