ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঘরে বসেই বানিয়ে ফেলো কলমদানি

আশফিয়া আজাদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ঘরে বসেই বানিয়ে ফেলো কলমদানি

একটি সুন্দর কলকমদানি ছাড়া কি পড়ার টেবিল মানায়? নিশ্চয় না বলবে। বাজারে সুন্দর সুন্দর কলমদানি কিনতে পাওয়া যায়।

তবে চাইলে তুমি ছুটির দিনে ঘরে বসেই বানাতে পারো কলমদানি।  

তাহলে চলো আজ শিখে নেই কম সময়ে ঘরে বসেই কীভাবে বানাবে একটি কলমদানি।

উপকরণ:
১. টিস্যু রোল।
২. একটি সাদা কাগজ।
৩.একটি মোটা কাগজ।
৪. বিভিন্ন রঙের বোতাম।
৫. যে কোনো জাতীয় আঠা।


সবার আগে একটি কাগজে আঠা লাগিয়ে তা টিস্যু রোলের চারপাশে মুড়িয়ে নাও। পরে মোটা কাগজটি গোল করে কাটো টিস্যু রোলের মাপ বুঝে। এখন গোল কাগজটিতে আঠা দিয়ে টিস্যু রোলটি কাগজটির উপর বসিয়ে দাও।

এবার বোতামগুলোতে আঠা দিয়ে টিস্যু রোলের চারদিকে বসাও।

বোতামগুলো লাগানোর পর আঠা শুকানো পর্যন্ত অপেক্ষা করো।

অবশেষে তৈরি হয়ে গেলো নিজ হাতের কলমদানি। চাইলে কিন্তু তোমার বন্ধুদের উপহার দিয়ে চমকেও দিতে পারো এখন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।