শারদীয় উৎসবে আজ
মাতলো শহর গ্রাম
ছেলেবুড়ো সবার মুখে
দুর্গা দেবীর নাম।
বউ ঠাকরণ পরছে হাতে
শাঁখা, পলা, চুড়ি
সিঁথির সিদুঁর, ঝুমকো কানে
হয় না কারো জুড়ি।
ঘোমটা মাথায় নববধূ
ঠাকুর ঘরে যায়,
পূজার শঙ্খ বাজে মধুর,
সবাই প্রসাদ খায়।
নয় ভেদাভেদ উঁচু নিচু
মেলাবো সবাই হাত,
সব ভুলে আনবো মোরা
সুখের দিন আর রাত।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪