শব্দগুলো মেলা বসায়
হাটে মাঠে ঘাটে
শব্দগুলো মেলা বসায়
সূর্য গেলে পাটে।
শব্দগুলো খেলা করে
সাজে নানান রঙ্গে
শব্দগুলো নাচতে থাকে
নানান রকম ঢঙ্গে।
শব্দগুলো শব্দ করে
খিলখিলিয়ে হাসে
সারাটিক্ষণ ব্যস্ত থাকে
সাহিত্যেরই চাষে।
শব্দগুলো হয় কখনো
টক ঝাল বা মিষ্টি
কখনো হয় ফাগুন হাওয়া
কখনো হয় বৃষ্টি।
শব্দগুলো হঠাৎ করেই
তোলে দারুণ ঝড়
কখনো হয় এটম বোমা
মনে লাগায় ডর।
শব্দগুলো বন্ধু ভালো
জানে নানান রঙ্গ
একলা থাকার সময়টাতে
শব্দই দেয় সঙ্গ।
এমনি করে রাত্রি দিনে
শব্দ নিয়েই থাকি
শব্দ গড়ে স্বপ্ন আমার
দেয় না তারা ফাঁকি।
বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪