ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদের বুড়ি ও চাঁদের কণা/ সৈয়দ আহসান কবীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
চাঁদের বুড়ি ও চাঁদের কণা/ সৈয়দ আহসান কবীর

চাঁদের বুড়ি 

চাঁদের বুড়ি চাঁদকে ডাকে
আয় না কাছে আয়,
চাঁদের দেশে আপন বেশে
হলদে রঙিন না’য়।

চাঁদ সুন্দর আঁকা বাঁকা
নতুন জামা গায়,
আসলে তুমি সবই পাবে
মেঘ রানীদের ছায়।




চাঁদের কণা

ছোট্ট সোনা চাঁদের কণা
দুই এককে দুই,
ছোট্ট ঘরে ওরে মনা
কোথায় তোরে থুই।

চাঁদের কণা আর কাঁদে না
তিন এককে তিন,
ঐ যে দূরে গান শোনা যায়
সাধক বাজায় বীণ।

চাঁদের কণা রাগ করে না
চার এককে চার,
বাণিজ্যেতে যাবিরে তুই
সাজিয়ে নৌবিহার।


বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।