ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া-কবিতা

চমকে উঠি মধ্যরাতে

মনসুর আজিজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
চমকে উঠি মধ্যরাতে

চমকে উঠি মধ্যরাতে ঘুমহারা দুই চোখ
চোখের ভেতর জোনির জ্যোতি আঁধার রাতের ঝোঁক,
কলাগাছে বাদুর নাচে থোড় থেকে রস চোষে
শিমের পাতা শিউরে ওঠে মধ্যরাতের ওষে।

গোয়াল ঘরে বাছুর নাচে ঘন্টি গলায় বাঁধা
ছাগলছানা আড় চোখে চায় ঘাস খেয়ে যায় আধা,
খোঁয়াড় থেকে হাঁসের ছানা প্যাকপ্যাকানি হাসে
সদ্যজাত শিশুর কান্না হিমবাতাসে ভাসে।



ছাতিমগাছে হুতুম পাখির ভয়াল করুণ ডাক
পুকুরটাতে ঢেউ তুলে যায় জিয়লমাছের ঝাঁক,
মেঘের গায়ে আলোর রেখা পূর্ণিমা চাঁদ আঁকে
ভেলের জেলে মাছ ধরে যায় খালের বাঁকে বাঁকে।

চমকে উঠি মধ্যরাতে, ঘুমহারা এক কবি
লেখার খাতায় হরফ বোনে, নানান রঙের ছবি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।