আমার একটি আকাশ ছিল
নানা রঙে আঁকা
সুদূর মেঘে যাত্রী হলো
মন ময়ূরীর পাখা!
আমার একটি পাহাড় যে তার
লাল সবুজের ছোঁয়ায়
শাল-তমালে বাজিয়ে সেতার
হৃদয়খানি খোয়ায়।
আমার সে এক সাগর আহা
মুহুর্মুহু ঢেউয়ে
আদিগন্ত নীলাভ ছোঁয়া
সংগ্রামে গান গেয়ে।
আমার একটি ঝর্ণা সে তো
নাচতো প্রপাতপানি
জড়িয়ে পাহাড়, ছড়িয়ে ঢেউ
পাহাড়ী গ্রামখানি।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪।