চারিদিকে হিমেল হাওয়া
পরশ দিয়ে যায়
আবার এলো শীত
লেপ-কাঁথা গায়।
শিশির মাখা ঘাসের বুকে
ঘাস ফড়িংয়ের খেলা
অতিথি পাখিরা সব
জমায় প্রীতির মেলা।
সারি সারি সরষে ক্ষেত
পরে হলুদ শাড়ি
মধুর নেশায় মৌমাছিরা
দিচ্ছে সাগর পাড়ি।
নতুন ধানে নতুন চালের
বসবে পিঠার আসর
সূর্য গোলাপ গাদা ফুলে
গড়বে রঙের বাসর।
শাকসবজি ফলাফলাদি
বাড়ির উঠান জুড়ে
ভোরের হাওয়া বাজায় বাঁশি
টাপুর টুপুর সুরে।
শীতবস্ত্র ছাড়াই যারা
কাটায় দিন-রাত
বন্ধু ভেবে ওদের প্রতি
বাড়াই সবার হাত।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪