ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খেলতে পারো সমা কিউব

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
খেলতে পারো সমা কিউব

রুবিক্স কিউব নামটা আমাদের পরিচিত, কিন্তু সমা কিউবের নাম শুনেছ কি? অনেকেই হয়তো এটার নাম শোনোনি। এটাও একটা কিউব পাজল।

তবে এটা মোটেই রুবিক্স কিউবের মতো নয়। রুবিক্স কিউব মিলিয়ে মিলিয়ে যদি তুমি হাঁপিয়ে ওঠো, তাহলে তোমার জন্য চমৎকার বিকল্প হতে পারে সমা কিউব।

সমা কিউব মজার একটি খেলা। এখানে একটি কিউবকে সাতটি টুকরোতে ভাগ করা হয়। এ সাতটি টুকরো মিলিয়ে তৈরি করতে হয় পুরো কিউবটি। কাজটা যত সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ নয় কিন্তু। সমা কিউবের ২৪০টি আলাদা আলাদা সমাধান রয়েছে। এছাড়া চাইলে সমা কিউবের সাতটি খণ্ড দিয়ে অন্য নানা ধরনের আকৃতিও তৈরি করা যায়।

রুবিক্স কিউবের মতো সমা কিউবেও ছোট ছোট বর্গ থাকে। এ বর্গগুলোকে সেল বলা হয়। একটা ৩x৩x৩ সমা কিউবে ২৭টি সেল থাকে।

সমা কিউব মেলানোর নিয়ম-কানুন বিভিন্ন বইয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি বই হলো ‘উইনিং ওয়েজ ফর ইয়োর ম্যাথমেটিক্যাল প্লেইজ’। এছাড়াও সমা কিউব মেলানোর নিয়ম-কানুন ইন্টারনেট থেকেও শিখতে পারো।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।