ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদ আব্দুস সালাম

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ভাষাশহীদ আব্দুস সালাম

সালাম নামটি আমাদের সবার পরিচিত। নামটি শুনলেই মাথা নত হয় শ্রদ্ধায়, সম্মানে।

’৫২-এর ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন প্রিয় মাতৃভাষা বাংলার জন্য, তাদেরই একজন আব্দুস সালাম। তিনি একজন ভাষাশহীদ।

১৯২৫ সালে ফেনীর লক্ষ্মণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম।

তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন তিনি।

তবে এসব পরিচয় নয়, তিনি বাংলার মানুষের কাছে স্মরণীয় একজন অমর ভাষাসৈনিক হিসেবে।

আমরা সবাই জানি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা। সে বছর ২১ ফেব্রুয়ারি অনেক বীর বাঙালির সঙ্গে সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে ঢাকা মেডিকেল কলেজের সামনে বাংলাকে অন্যতম মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন সালাম।

আন্দোলনকারী ছাত্র-জনতার উপরে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। সেসময় গুলিবিদ্ধ হন আব্দুস সালাম। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজে। এরপর ১৯৫২ সালের ৭ তিনি মারা যান।

যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, ততদিন প্রতি মুহূর্তে বাঙালি শ্রদ্ধাভরে স্মরণ করবে ভাষাশহীদ আব্দুস সালামকে।  



বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।