১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের কয়েকজনকে আমরা সবাই চিনি, জানি। তাদের কথা আমরা বারবার শ্রদ্ধাভরে স্মরণ করি।
ওহিউল্লাহর ব্যাপারে খুব অল্প তথ্য জানা যায়। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি।
ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। কিন্তু তার পরেরদিন, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি গতদিন ছাত্রদের উপরে গুলি চালানোর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভ করেছিলো। ২১ ফেব্রুয়ারির শহীদদের জন্য গায়েবানা জানাজাও হয়। ঢাকার নবাবপুর রোডে এমন একটি মিছিলে সেদিন পুলিশ গুলি চালায়। ওহিউল্লাহ নামের নয় বছরের একটি শিশুও ছিল সেই মিছিলে। পুলিশের গুলিতে মারা যায় সে।
ওহিউল্লাহও আমাদের একজন ভাষাশহীদ। কিন্তু তার কথা আমরা অনেকেই জানি না, অনেকটাই জানি না। অন্য ভাষা শহীদদের মতো শিশু ভাষা শহীদ ওহিউল্লাহও তার আত্মত্যাগের জন্য চিরদিন বেঁচে থাকবে বাঙালির মনে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫