দুটি পাতায় একটি আম,
আঁকতে খুকুর ছুটছে ঘাম।
আম আঁকতে বারে বারে,
বোঁটা আঁকে মাথার ধারে।
প্রতি বারই মাথায় হাত,
আম আঁকতে দিনটি পাত।
ছিঁড়ছে খাতা ছুঁড়ছে রং,
এটা আমের বেজায় ঢং।
চোখ দুটি তাই হচ্ছে ভারি,
ভরবে জল পাতলে হাঁড়ি।
হঠাৎ করেই খুললো মাথা,
উল্টে নিলো আঁকার খাতা।
সুন্দর করে লিখলো ৫,
বোঁটার কাছে দুটো মাছ।
উল্টে নিলো খাতা,
ঘুরেই গেলো মাথা।
দুটি পাতায় একটি আম,
দেখে খুশি হবেই মাম।