ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের প্রথম পোস্ট অফিস

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
বিশ্বের প্রথম পোস্ট অফিস

ই-মেইলের যুগে চিঠি পাঠানোর রীতি প্রায় হারিয়েই যেতে বসেছে। অথচ এই চিঠির মাধ্যমেই কিন্তু মানুষ সেই যুগ যুগ আগের সময় থেকে প্রিয়জনদের খোঁজখবর জানতে পারত।



চিঠি পাঠানোর বুদ্ধি কিন্তু মানুষ অনেক আগেই বের করেছিল। প্রথমে ব্যক্তি উদ্যোগে চিঠি পাঠানো হলেও পরে ডাক অফিস প্রতিষ্ঠিত হয়।

স্কটল্যান্ডে ছিমছাম একটি শহরের নাম স্যানক্যুহার। বিশ্বের প্রথম ও প্রাচীনতম পোস্ট অফিসটি এখানেই অবস্থিত।

স্যানক্যুহার হাই স্ট্রিটে অবস্থিত এ পোস্ট অফিস যাত্রা শুরু করে ১৭১২ সালে। ব্রিটিশ পোস্টাল মিউজিয়ামের তথ্যসূত্রে জানা যায়, এটিই বিশ্বের প্রথম পোস্ট অফিস।
এখন বিশ্বজুড়ে প্রতিটি দেশেই অসংখ্য পোস্ট অফিস থাকলেও এত সব পোস্ট অফিসের ভিড়েও কিন্তু ঠিকই চিঠি পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে স্যানক্যুহার পোস্ট অফিস।

বাংলাদেশ সময়: ০৫৪৩  ঘণ্টা, মে ৩১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।