কাগজ চাপা দেওয়ার কাজে ব্যবহৃত হয় পেপারওয়েট। মূলত একটু ভারী যেকোনো জিনিসকেই অনায়াসে পেপারওয়েট হিসেবে কাজে লাগানো যায়।
আশ্চর্য হলেও সত্যি যে বিশ্বের সবচেয়ে দামি পেপারওয়েটটার দাম কিন্তু এমনই। মিলেফিওরি গ্লাস পেপারওয়েট ‘বাস্কেট অব ফ্লাওয়ার্স’ তৈরি করা হয় ঊনিশ শতকের মাঝামাঝি। ফ্রান্সের ক্লিচি গ্লাস ফ্যাক্টরি এই পেপারওয়েট তৈরি করে।
১৯৯০ সালে সথেবি’জ অকশন হাউজ এই পেপারওয়েট বিক্রি করেছিলো ২ লাখ ৫৮ হাজার ডলারে, বাংলাদেশি মূল্যে যা প্রায় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।
এখন পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে দামি পেপারওয়েট। কাগজ চাপা দেওয়ার একটা জিনিসের দাম আড়াইই কোটি টাকার চেয়েও বেশি, ভাবতে পারো?
বাংলাদেশ সময়: ১৮৩০ গণ্টা, জুন ০২, ২০১৫
এএ