আজখুশির প্লাবণ ছোটে
ঈদ এসেছে তাই রে
এমন দিনে ধনী-গরিব
নাই ভেদাভেদ নাই রে।
আজ সবাই এক কাতারে
ঈদের নামাজ পড়বো
নামাজ শেষে পরস্পরে
কোলাকুলি করবো।
সব ভেদাভেদ ভুলে সবাই
সবার নেবো খোঁজ রে
ঈদের দিনের মতোন দিনই
আসতো যদি রোজ রে!
মিলেমিশে থাকতো সবাই
ভুলে দ্বিধা-দ্বন্দ্ব
মারামারি হানাহানি
সবই হতো বন্ধ।
দেশটা হতো স্বর্গপূরী
থাকতো সবাই সুখে
খুশির ঝিলিক থাকতো লেগে
সবার চোখে-মুখে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এএ