নদী কোথায় থাকে?
প্রশ্নটা অদ্ভুত লাগল, তাই না? এমন অদ্ভুত প্রশ্ন যখন করেই ফেললাম, তখন অদ্ভুত একটা উত্তরই দিই। যদি বলি, নদী থাকে পানির নিচে?
ভাবছ পাগল হয়ে গেছি! না।
মেক্সিকোতে সত্যিই আছে পানির নিচে একটা নদী। কেনোট অ্যাঞ্জেলিটা নামের এই নদীটা স্কুবা ডাইভারদের কাছে রীতিমতো স্বর্গ।
কেনোট অ্যাঞ্জেলিটা মানে ছোট্ট দেবদূত। পানির নিচের এই নদীটা সত্যিই তাই। প্রকৃতির অপরূপ সুন্দর ও বিস্ময়কর এ সৃষ্টি মেক্সিকোর ইউকাটান পেনিনসুলার পূর্ব কূলে অবস্থিত।
এখানে উপরের দিকে ১০০০ ফিট নিচ পর্যন্ত রয়েছে সাধারণ পানি। এরপর হাইড্রোজেন সালফেটের একটি স্তর। তার নিচে রয়েছে সমুদ্রের লবণাক্ত পানি।
হাইড্রোজেন সালফেট সাধারণ পানির চেয়ে বেশি ঘন হওয়ায় এটি আলাদাভাবে বোঝা যায়।
এর স্তর সমুদ্রের পানি ও সাধারণ পানিকে আলাদা করে। সেজন্যই পানির নিচে হলেও ঘন হাইড্রোজেন সালফেটের স্তর ও তার নিচের লবণাক্ত পানি আলাদাভাবে চোখে পড়ে। সঙ্গে আছে পড়ে থাকা গাছপালা আর পাথর। এগুলো তৈরি করেছে কৃত্রিম একটা নদীর পাড়। তাই সবকিছু মিলে মনে হয় যেন পানির নিচেই বয়ে চলেছে একটা নদী।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএ