চাঁদ বলেছে চায় না চাঁদা
চায় গো তোমার চোখ
ফুলের মতো লাল দোপাটি
চোখ দুটো চায় হোক।
খোলা মনের উঠোন জুড়ে
যেথায় ফুলের মেলা
সেথায় নাকি বিছনা পেড়ে
করবে চাঁদে খেলা।
রাত্রিবেলা জমবে আসর
ঝিঁঝি পোকার গানে
প্রজাপতি আসবে উড়ে
সেই না সুরের টানে।
আমরা যত শ্রোতা সব
গানের গলা ধরে
দুলবো সুরের খেয়ায়
নাচব খুশির ডোরে।
বাংলাদেম সময়: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ