রঙ লেগেছে আকাশ জুড়ে
ঈদ বারতা নিয়ে
নানারকম ইচ্ছেঘুড়ি
যায় উঁকি দিয়ে।
দোয়েল কোকিল ডাক দিয়ে কয়
আর নয় তো ঘুম
ধনী-গরিব সবার কপালে
দেয় চন্দ্র চুম।
চুড়ি ফিতা লাল জামা
মেহেদী রঙের ছোঁয়ায়
ঈদ যেন তারি মাঝে
কত ছবি আঁকায়।
পোলাও কোরমা ক্ষীর পায়েশ
ঘরে ঘরে খাই
মনের কালি মুছে দিয়ে
বন্ধু হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এসএস