শরৎ আমায় নিত্য নাচায়
চিত্তে বাজায় সুখের বীণ,
এই শরতে সব পরতে
প্রেম প্রকৃতি খুব স্বাধীন।
শিউলি ঝরা তালের বড়া
সাতসকালে বকুল ফুল,
নীলাকাশে যায় যে ভেসে
শুভ্রবরণ মেঘের ফুল।
বাঁশের বনে কী শনশনে
ছুটে বেড়ায় হাওয়া,
মিষ্টি মধুর অলস দুপুর
এইখানে যায় পাওয়া।
নদীর পাড়ে সারে সারে
পাচ্ছে শোভা কাশের বন,
শরৎকালে সাঁঝ-সকালে
এই ছবিটা চিরন্তন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএ