ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চড়ুই পাখি | আজিম হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
চড়ুই পাখি | আজিম হোসেন

তিড়িং বিড়িং চড়ুই পাখি
গাছের ডালে ঘোরে,
ফুড়ুৎ-ফাড়-ৎ যখন-তখন
যেখায়-সেথায় ওড়ে।
দুষ্ট চড়ুই সারাক্ষণই
থাকে অতি ব্যস্ত,
ছোট-খাট পোকা পেলে
গিলে ফেলে আস্ত।


সরু ডালের চিরল পাতায়
কিচির মিচির ডাকে,
ইচ্ছে হলেই উড়াল মারে
অন্য গাছের শাখে।
ধূসর রঙা ছোট্ট চড়ুই
কাজল কালো আঁখি,
চঞ্চলা মন সকাল-দুপুর
করে ডাকা-ডাকি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।