ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

শালিক পাখি | সানজিদা সামরিন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
শালিক পাখি | সানজিদা সামরিন

ছিলো দুয়ার খোলা
হঠাৎ এক ভোরবেলা
শালিকের আগমনে
ফিরলো স্মৃতি মনে।

ছেলেবেলার ছড়াগুলো
সেইতো আবার আপন হলো
শালিক পাখি শালিক পাখি
অনেক কথা বলার বাকি।



জানিস কি তুই আমার এ মন
যায় ছুটে ওই দূর পাহাড়ে
যেথায় মোর খেলাঘরের
সুখ-স্মৃতি সব বসত করে।

শালিক পাখি শালিক পাখি
বলনা তুই বুঝবি আমায়
বন্ধু বলে ভাববি আমায়
ঝড়গুলোকে হারিয়ে দিয়ে
উড়বো মোরা সুখ ছড়িয়ে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।