শরৎ শেষে হিমেল হাওয়ায়
সাজলো এবার প্রকৃতি
যাক ঘুচে যাক কৃষাণ মনের
দুখের সব করুণ স্মৃতি।
মাঠে মাঠে সোনালি ধান
কৃষক ঘরে তোলে
সেই খুশিতে বার মাসের
দুঃখ যাক না ভুলে।
নবান্নেরই ধান কাটতে
কৃষক ছুটে মাঠে
সেই সুবাদে কৃষক ছেলের
মন বসে না পাঠে।
প্রকৃতি আজ সাজছে যেন
নাকে নোলক দিয়ে
সোনার ধানে দেনমোহরে
হোক প্রকৃতির বিয়ে।
শিশির ভেজা শ্যামল ঘাসে
আসলো ছুটে হেমন্ত
হেমন্তেরই লেশ কাটিয়ে
শীতের পরে বসন্ত।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এএ
ইচ্ছেঘুড়ি
হেমন্তের ছড়া
হেমন্ত সাজ | আজিম হোসেন
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।