মাঠের পরে মাঠ চলেছে
নদীর ’পরে নাও।
সবুজ মায়ায় জড়িয়ে আছে
গাছের ছায়ে গাঁও।
টিয়ে বরণ লাউয়ের ডগা
হলদে পাখির ছানা,
সোনা রঙের মুক্তো ঝরায়
চন্দ্রিমা আধখানা।
ভোরের রবি রাঙা বরণ
নীল আকাশের ছায়া,
কৃষক বধূর লাজুক চোখে
হাজার রঙের মায়া।
নিত্যদিনই নতুন ঢঙে
কোন সে মহান কবি,
অপূর্ব এই বঙ্গভূমির
আঁকছে রঙিন ছবি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এএ